১লা মে, ২০১৮ এর ডাকঃ- ‘শাসনকর্তৃত্ব লাভ করা নয়, আমাদের সংগ্রাম শাসন কর্তৃত্ববাদের উচ্ছেদ’ !

ফরাসি সিন্ডিক্যাট বা মজুর ইউনিয়ন থেকে সিন্ডিক্যালিজম কথাটির উৎপত্তি হয়েছে। নিরাজবাদের নয়া ভিত্তি হলো শ্রমিক ইউনিয়ন এবং কর্ম পন্থা হলো শ্রমিক সংগ্রাম। এই ইউনিয়ন কেবল লড়াইয়ের হাতিয়ার নয়, ইউনিয়ন হবে ভবিষ্যৎ সমাজের কাঠামো। ‘মিউচুয়াল এইডে’র উপর ভিত্তিকরে ইউনিউন গুলি পারস্পার চুক্তি করবে, মাঠে, খনিতে, ক্ষেতে, খামারে তাঁরা উৎপাদনের কাজ পরিচালনা করবেন, ধনতান্ত্রিক রাস্ট্রকে সরিয়ে আনবে শ্রমতান্ত্রিক সমাজ। ‘যারা পরিশ্রম করবে না, সমাজে যাদের কোন কাজ নেই, সমাজে তাঁদের কোন জায়গা নেই, শ্রমতান্ত্রিক সমাজে তাঁদের জায়গা হবে না।

Submitted by akmshihab on May 1, 2018

১লা মে, ২০১৮ এর ডাকঃ- ‘শাসনকর্তৃত্ব লাভ করা নয়, আমাদের সংগ্রাম শাসন কর্তৃত্ববাদের উচ্ছেদ’ !

আজ সকাল ১০ ঘটিকার সময় বাংলাদেশ এনার্কো-সিন্ডিক্যালিস্ট ফেডারেশন- (বি এ এস এফ) এর আয়োজনে এবং অন্যান্য এফিলিয়েটেড সংগঠন সমূহের অংশগ্রহনে সিলেটে মহান মে দিবসের আলোচনা সভা ও রেলীর আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক শ্রমজিবী নারী পরুষ সতস্ফুর্ত ভাবে অংশ গ্রহন করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন কমরেড মনি সংকর দাস, কমরেড রঞ্জিত দাস, কমরেড জুগল দাস, কমরেড শ্রীকান্ত দাস,কমরেড অমুল্য দাস, কমরেড অন্নদা দাস, কমরেড সঞ্জিত কুর্মি, কমরেড নিশি দাস, কমরেড জননি দাস, কমরেড ববি দাস, কমরেড শুনিতা দাস, এবং বি এ এস এফ সেরক্রেটারী এডভোকেট এ কে এম শিহাব প্রমুখ।

আলোচনা সভার স্বাগত বক্তব্য রাখেন এ কে এম শিহাব। তিনি বলেন, ফরাসি সিন্ডিক্যাট বা মজুর ইউনিয়ন থেকে সিন্ডিক্যালিজম কথাটির উৎপত্তি হয়েছে। নিরাজবাদের নয়া ভিত্তি হলো শ্রমিক ইউনিয়ন এবং কর্ম পন্থা হলো শ্রমিক সংগ্রাম। এই ইউনিয়ন কেবল লড়াইয়ের হাতিয়ার নয়, ইউনিয়ন হবে ভবিষ্যৎ সমাজের কাঠামো। ‘মিউচুয়াল এইডে’র উপর ভিত্তিকরে ইউনিউন গুলি পারস্পার চুক্তি করবে, মাঠে, খনিতে, ক্ষেতে, খামারে তাঁরা উৎপাদনের কাজ পরিচালনা করবেন, ধনতান্ত্রিক রাস্ট্রকে সরিয়ে আনবে শ্রমতান্ত্রিক সমাজ। ‘যারা পরিশ্রম করবে না, সমাজে যাদের কোন কাজ নেই, সমাজে তাঁদের কোন জায়গা নেই, শ্রমতান্ত্রিক সমাজে তাঁদের জায়গা হবে না। যারা সমাজের অন্ন- বস্ত্র, রাস্তা-ঘাট, বাসস্থানের ইত্যাদির নির্মাতা সমাজ কেবল তাদেরই- এটাই সিন্ডিক্যালিজমের মূলকথা। সমাজবাদিরা এতকাল মজদুর ইউনিয়নকে কাজে লাগিয়েছে ক্ষমতা করায়ত্ব করার ফিকিরে, সমাজতান্ত্রিক বিধানে তাঁদের স্থান দেয়নি। মার্ক্স এবং তাঁর অনুচরেরাও শ্রমিকদের মধ্যে শ্রেনী চেতনা জাগিয়ে তোলার বেশী ইউনিয়নের কোন ভূমিকা দেখতে পাননি এবং তাঁদের শ্রেনীহীন সমাজে ধনতন্ত্রের সঙ্গে সঙ্গে ইউনিয়ন গুলির ও বিলোপ সাধন করেছে। আমরা এই নীতির বিরুধী। ইউনিয়ন গুলোর সমন্বয়ে ফেডারেশন আর ফেডারেশনই হবে শ্রমতান্ত্রিক সমাজের নিয়মক শক্তি। তাই আমাদের লড়াই সংগ্রামের লক্ষ্য কোন শাসন দখল করা নয় আমরা সকল পদসোপান ও কর্তৃত্ববাদের বিলয় ঘটাতে চাই। আমরা কেবল শোষনের বিলয় নয়, শাসনের ও বিলয় চাই। আমরা বিশ্বাস করি কোন মানুষ মানুষের প্রভু হয়ে বসতে পারে না। মানুষ মানুষের শাসক হতে পারে না। মানুষ সম্মিলিতভাবে নিজেদেরকে নিজেরাই সৃজনশীল কর্মের মাধ্যমে পরিচালনা করবে।

সভায় বক্তাগন মহান মে দিবসের শহীদদের প্রতি শ্রদ্বানিবেদন করে বক্তব্য রাখেন। তাঁরা শ্রমজীবী মানুষের বিশেষ করে চা শ্রমিক, রাবার শ্রমিক, নির্মান শ্রমিক, পরিবহন শ্রমিক সহ সকল শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য স্ব স্ব কর্ম ক্ষেত্রে এনার্কো-সিন্ডিক্যালিজমের আদর্শের আলোকে সংগঠন ও ফেডারেশনের কাজ জোরদার করার আহবান জানান।

Comments

akmshihab

5 years 11 months ago

In reply to by libcom.org

Submitted by akmshihab on May 2, 2018

The call of the 1st May, 2018:

'Not to Occupy only state power, our struggle is to eradicate the rule of all kinds of authoritarianism'!

Bangladesh Anero-Syndicalist Federation (BASF) organized a discussion meeting and a rally at 10.am of this morning and with the participation of other affiliated organizations, the meeting of the great May Day and the rally was held in Sylhet, Kewachora tea garden. In this event, a large number of working women, men and youths, took part with enthusiasm. Comrade Moni Sankar Das, Comrade Ranjit Das, Comrade Jugal Das, Comrade Srikant Das, Comrade Amulya Das, Comrade Ananda Das, Comrade Anjan Das, Comrade Sanjeev Karmi, Comrade Nishi Das, Comrade Janoni Das, Comrade Bobby Das, Comrade Shunita Das, and spoke in the discussion meeting. BASF founder & secretary, Advocate AKM Shihab was played a role as a facilitator of the event.

A K M Shihab, delivered an welcome speech at the eve of the discussion meeting. He said the word ‘Syndicalism’ was derived from French syndicate or labor union. The new basis of anarchism is the labor union and the method of action is the labor struggle. This union is not just a tool to fight; the union will be the framework of future society. Based on the 'Mutual Aid', the Unions will contract with each others, they will work in the agricultural field, in the farms, in the mines, they will all productive work together, and our working class will remove the capitalist state. 'Those who do not work, those who do not have any work in the society, they have no place in the society, they will not be in the Worker’s society. Those people who are producing food and cloth, roads and shelters, etc., the society is for them. That is the goal of syndicalism. Socialists have used the unions of the working class for a long time, for occupying the states powers, they have not given their place. Marx and his followers also did not see any role of unions only raising class consciousness among the workers, and in their classless society, they demolition unions with capitalism . We are antagonistic of this principle. Federation of the organizations will be the main power of the regulatory system of the working society. So, the goal of our fight struggle is not to grab any rule, we all want to get rid of all the pedestrians and authoritarianism. We do not want only to remove of exploitation, but want to abolish the rulers. We believe that no human can become a lord of other human. People cannot be human rulers. People will collectively manage themselves by creative actions among themselves.

The speakers spoke and express their tribute to the martyrs on the occasion of the great May Day. They urged to strengthen the work of organization and federation in the light of the ideals of anarcho-syndicalism in respect of self-initiatives in order to obtain the equitable rights of all the working people, including all workers, especially the tea workers, rubber workers, construction workers, transport workers etc.

Steven.

5 years 11 months ago

In reply to by libcom.org

Submitted by Steven. on May 3, 2018

Happy May Day, comrades! Just so you know I have moved this article to the library section so it can be with the rest of the other Bengali language texts

akmshihab

5 years 11 months ago

In reply to by libcom.org

Submitted by akmshihab on May 3, 2018

Okay ! comrade, thanks for your re-arrangement.

Related content