এনার্কিজম বলে, মানুষ হিসাবে আমাদের চিন্তা করা, কোন কিছুকে ভালোভাবে বিশ্লেষণ করা এবং প্রতিটি পরিস্থিতিতে তদন্তের ব্যবস্থা থাকা দরকার; কোন মানুষের চিন্তা শক্তির উপর বাঁধা নিষেধ আরোপ করা সমিচীন নয়। আমি এনার্কিজমের বা নৈরাজ্যবাদের বা নিরাজবাদের একটি সংক্ষিপ্ত সংজ্ঞা দিয়ে এর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।
নিরাজ সমাজঃ আসলে কি চায় ? ( দ্বিতিয় পর্ব)
এ কে এম শিহাব
অস্কার ওয়াইল্ড বলেছিলেন, এনার্কিজম বা নিরাজ সমাজ হলো একটি বাস্তব সম্মত প্রকল্প। কল্পনা বিলাশ নয়। এই ধরনের প্রকল্প এখনো দুনিয়ার কোন কোন সমাজে বিরাজমান আছে, বা প্রচলিত ব্যবস্থার অধীনেই তা বাস্তবায়ন সম্ভব; প্রচলিত পরিস্থিতিগত শর্তেই এই এইধরনের সমাজ কায়েম সম্ভব এর পরিবর্তে অন্য কিছু গ্রহন করা ভূল বা বোকামী। আমরা যদি আমাদের অতীতের সকল প্রকার ভূলের সংশোধন করতে চাই, সকল বোকামীর অবসান ঘটাতে চাই, নতুন ও ঠেকসই ব্যবস্থার প্রবর্তন করতে চাই- তবে নিরাজ সমাজ বিনির্মানের বিকল্প নেই। আর কোন ব্যবস্থাই এর মত এত সুন্দর ভাবে আমাদের ভুল ও বোকামী সমুহ ধরিয়ে দিতে পারে না; নিশ্চিত ভাবেই বলা যায় নিরাজ সমাজ ব্যবস্থার মত এত চমৎকার ব্যবস্থা আর নেই। এটা এক নয়া দুনিয়ার, নয়া সমজের স্বপ্ন দেখায়।
মুর্খ ও অজ্ঞ লোকেরা আবেগ তাড়িত হয়ে নিরাজবাদি সমাজকে একটি রক্তাক্ত কাহিনীর সাথে যুক্তকরে মন্দ ভাবে চিত্রিত করতে চায়। অথচ এই ধরনের কোন প্রকার কর্মের সাথে নিরাজ সমাজের কোন সম্পর্ক নেই। নিরাজবাদি সমাজে কোন শিশুকে খারাপ মানুষে পরিণত করার কথা চিন্তাও করা যায় না । সকল কালো দৈত্যকে সমাজ বিনাশী কার্যক্রম থেকে বিরত করার সর্বাত্মক চেষ্টা করে এনার্কিজম বা নিরাজ সমাজ।
সহিংসতা ও ধ্বংসাত্মক কর্ম প্রসঙ্গ ! অনেক সময়েই একজন সাধারন নাগরিক জানেন না একটি সমাজে কি করে সহিংস কার্যক্রম সংগঠিত হয়ে থাকে; আর এনার্কিজম বা নিরাজ সমাজবাদের কি অপরাধ দমনের ক্ষমতা আছে ? তিনি জানেন না একটি সমাজের ভেতরের অপরাধ ও ধ্বংসাত্মক কাজের মুল উৎপাটনের কি কি পদ্বতী বা অস্ত্র নিরাজবাদের নিকট বিদ্যমান আছে। সমাজের সকল পরগাছা উৎপাটন করে নিরাজ সমাজ একটি শান্তির পরিবেশ তৈরী করতে প্রতিজ্ঞা বদ্ব।
কারো মনে হতেই পারে যে মন্দ কাজের নিন্দা করার জন্য তেমন শক্তির দরকার নেই। কিন্তু ব্যাপক ভাবে খারাপ কাজ নির্মূল করার জন্য সত্যিকার শক্তির দরকার হয়। আমরা যদি খারাপ কাজের নিন্দার বিষয়টি তিব্রভাবে দেখি এবং এর গোড়ার দিকে নজরদেই, তা হলে দেখব মানুষ সম্মিলিত ভাবে কিছুর নিন্দা করলে তা কোন ভাবেই ঠিকে থাকতে পারে না । মানুষ যা চায় না তা বিদায় নিতে বাধ্য। দরকার মানুষের সত্যিকার স্বাধীনতা।
এনার্কিজম বলে, মানুষ হিসাবে আমাদের চিন্তা করা, কোন কিছুকে ভালোভাবে বিশ্লেষণ করা এবং প্রতিটি পরিস্থিতিতে তদন্তের ব্যবস্থা থাকা দরকার; কোন মানুষের চিন্তা শক্তির উপর বাঁধা নিষেধ আরোপ করা সমিচীন নয়। আমি এনার্কিজমের বা নৈরাজ্যবাদের বা নিরাজবাদের একটি সংক্ষিপ্ত সংজ্ঞা দিয়ে এর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।
চলমান ....
Comments